Header Ads Widget




 

বন্দরে স্ত্রী কর্তৃক স্বামী লাঞ্ছিত



চ্যানেল ২১ টেলিভিশনঃ

তথ্য সূত্রে জানা যায় সেলিম  সুফিয়ার দাম্পত্য জীবন শুরুর পর থেকেই সাংসারিক জীবনে আধিপত্য বিস্তার করে সেলিমের স্ত্রী সুফিয়া। 


 তথ্য সূত্রে আরো জানা যায়  নারী সম্রাজ্ঞী  সুফিয়া আমার কথা অবাধ্য করে বিদেশ চলে যায় বিদেশ থেকে এসে দ্বায়িত্বহীনতা, দূর্ব্যবহার, ও অবৈধ কার্য্য কলাপ করতেই থাকে তাই  আমি নিরুপায় হয়ে ৫/৪/২২ তারিখে ১৯৬১ সনের মুসলিম পারিবারিক আইন অর্ডিন্যান্সের ৭ ধারা মোতাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক দেওয়া হয়।


উক্ত তালাক নোটিশ গ্রহণ করার পর থেকেই অবাধ্য সুফিয়া আরো ভয়ংকর হয়ে উঠে স্থানীয় সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাকে প্রান নাশের হুমকি দেয় সুফিয়া, আরো বলেন তুই কিভাবে বেচে থাকোস তাও দেখবো মনে রাখিস। ভয়ংকর  সুফিয়া আরো বলেন আমাকে ৫ লক্ষ টাকা দিবি নয়তোবা তোর কাছে থেকে কিভাবে টাকা আদায় করতে হয় তা আমার জানা আছে বলে হুমকি প্রদান করেন 


এবিষয়ে সুফিয়ার সাথে মুঠোফোনে  কথা বলতে চাইলে একাধিক বার কল দিলেও কল ধরেন নাই। হুমকির বিষয়টি বন্দর থানায় মামলা পক্রিকা চলছে।

Post a Comment

0 Comments