Header Ads Widget




 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় বৃক্ষরোপন অভিযান

ডেস্ক রিপোর্টঃ

গণপ্রজানন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ০৫/০৬/২০২২ খ্রিঃ তারিখে ' জাতীয় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা -২০২২ ' উদ্বোধন করেছে । বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জাতীয় বৃক্ষরোপন অভিযান -২০২২ আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে ।

সে প্রেক্ষিতে ০৬/০৭/২০২২ খ্রিঃ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আত্ততায় আনসার - ভিডিপি একাডেমী , আনসার ব্যাটালিয়ন , জেলা , উপজেলা , ক্লাব - সমিতির কার্যালয় কর্তৃক বৃক্ষরোপন করা হয় । এ সকল গাছের চারা বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমী আনসার ব্যাটালিয়ন , জেলা , উপজেলা , ক্লাব সমিতির এর নিজস্ব প্রাঙ্গন ও এর নিকটবর্তী সরকারী রাস্তার ধারে লাগানো হয় ।

এরই ধারাবাহিকতায় জেলা আনসার ও ভিডিপি , নারায়ণগঞ্জ কর্তৃক বৃক্ষরোপন অভিযান -২০২২ কর্মসূচী সম্পন্ন করা হয় । প্রতিটি উপজেলা কার্যালয়ে ও আনসার ভিডিপি ক্লাব সমিতিতে একই কর্মসূচী পালিত হয় । এ কর্মসূচী আত্ততায় ফলজ , বনজ ও ভেষজ বৃক্ষের চারা রোপন করা হয় । উক্ত কর্মসূচীতে অত্র জেলার জেলা কমান্ড্যান্ট , সার্কেল অ্যাডজুট্যান্ট ও বিভিন্ন পদবীর কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন ।

Post a Comment

0 Comments