চ্যানেল ২১ টেলিভিশন:
ভারতের বিজিপির মুখপাত্র কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর অবমাননা ও কটুক্তির প্রতিবাদে ৮ জুন বুধবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে খেলাফত মজলিস।
নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি ডাঃ শরীফ মুহাম্মদ মোসাদ্দেকের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।
তিনি ভারতকে বিশ্বের দরবারে ক্ষমা চাইতে বলেন এবং বাংলাদেশকে রাষ্ট্রীয়ভাবে সংসদের নিন্দা প্রস্তাব পাশ করার আহ্বান জানান। আরো বক্তব্য রাখেন নায়েবী আমীর মাওলানা আহম্মদ আলী কাশেমী, মহানগরীর সেক্রেটারী ইলিয়াস আহমেদ ও খন্দকার হাফেজ আওলাদ হোসেন সহ অন্যান্যরা।
বিক্ষোভ সমাবেশ শেষ করে প্রতিবাদ মিছিলটি নারায়ণগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
.gif)

.gif)
0 Comments