সীতাকুন্ডে অগ্নিকান্ড -
আহতদের রক্ত দিতে সোনারগাঁয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
চট্টগ্রামের সীতাকুন্ডে অগ্নিকান্ডে দগ্ধ রোগীদের রক্ত দেয়ার জন্য সোনারগাঁয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করা হয়েছে।
বুধবার সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ চত্বরে সোনারগাঁ আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য নাসরিন সুলতানা ঝরার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে নানা শ্রেণি পেশার মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন।
স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
“মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে” শ্লোগানকে সামনে রেখে এ কর্মসূচির উদ্বোধন করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী।
রক্তদান কর্মসূচী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য নাসিমা আক্তার পলি, রুনা আক্তার, জাকিয়া সুলতানা শিখা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, আওয়ামীলীগ নেতা মাসুম বিল্লাহ, সাহাবউদ্দিন প্রধান, পৌর আওয়ামীলীগ নেতা কবির হোসেনসহ আওয়ামীলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
.gif)

.gif)
0 Comments