চ্যানেল ২১ টেলিভিশন:
হেলেনা আক্তার
(গাজীপুর প্রতিনিধি)
গাজীপুর মহানগর বাসন থানাধীন ১৭নং ওয়ার্ড মোগড়খাল আফজাল হোসেনের বাড়ি থেকে মোঃ রনি বাবু (২২) এর গলাকাটা লাশ উদ্ধার করেন জিএমপি বাসন থানা পুলিশ।
জানা যায় জামালপুর জেলার সদর থানার মল্লিকপুর গ্রামের মোঃ মোতাহার আলীর ছেলে মোঃ রনি বাবু (২২) গাজীপুর মহানগর বাসন থানাধীন মোগড়খাল আফজাল হোসেনের বাড়িতে ভাড়া থেকে বিভিচ গার্মেন্টসে সাব কন্ট্রাক্টে কাজ করতেন। মৃত রনি বাবুর সাথে একই এলাকার মোঃ রিপন (২৪),পিতা-মোঃ হেলাল,মোঃ সেলিম মিয়া(৩৫), পিতা-নায়েব আলী মন্ডল ও মোঃ সেলিম মিয়া(২৭), পিতা মৃত-সাগর আলী একত্রে বসবাস করত। উপরোক্ত রুমমেটরা চলে যাওয়ায় ভিকটিম ২/৩ দিন যাবৎ একা বসবাস করতেন।
আজ শুক্রবার সকাল অনুমান ১১.০০ ঘটিকায় বাড়ীর ম্যানেজার মোঃ হেলাল, বাড়ি ভাড়ার টাকা চাওয়ার জন্য রুমের দরজায় ধাক্কা দেয় এবং রুমের দরজা খোলা থাকায় ভিতরে প্রবেশ করে দেখতে পায় ভিকটিম রক্তাক্ত অবস্থায় উপুর হয়ে শুয়ে আছে। ম্যানেজার হেলাল মিয়া ভিকটিমকে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে ঘটনার বিষয়ে বাড়ির মালিককে জানায়।
পরে বাড়ির মালিক ঘটনার বিষয়ে বাসন থানা পুলিশকে সংবাদ দেয় সংবাদ পেয়ে বাসন থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেন এবং সিআইডি ও পিবিআইকে অবগত করেন। সিআইডি এসে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দেখতে পান অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা ভিকটিমকে ধারালো অস্ত্র দ্বারা গলা কেটে জবাই করে পালিয়ে গেছে।
জিএমপি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সিআইডি এবং পিবিআই গাজীপুর ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে প্রেরণ করেন। হত্যার রহস্য উদঘাটন এবং আসামি গ্রেফতার অব্যাহত রয়েছে।
.gif)
.png)
.gif)
0 Comments