চ্যানেল ২১ টেলিভিশন:
নারায়ণগঞ্জ বন্দর থেকে নিখোঁজ দুই সন্তানের জননী ফারিয়া ফারিয়া আক্তার কাকলির দীর্ঘ প্রায় পাঁচ মাসেও সন্ধান মেলেনি। এ নিয়ে চরম উৎকণ্ঠায় ও আতঙ্কে দিন কাটাচ্ছে গৃহবধূর পরিবার। নিখোঁজ গৃহবধূ কাকলি কোথায় আছে, কেমন আছে, জীবিত না মৃত -এ নিয়ে নানা প্রশ্ন ও আতঙ্কে দিন কাটাচ্ছে নিখোঁজের স্বামী ও সন্তানেরা। নিখোঁজ কাকলি সোনাকান্দা কবরস্থান রোড এলাকার আক্তার হোসেনর স্ত্রী।
নিখোঁজ গৃহবধূর স্বামী আক্তার হোসেন জানায়, গতবছর ২৩ ডিসেম্বর আমার স্ত্রী কাকলি পার্শ্ববর্তী গ্রাম দড়ি সোনাকান্দা এলাকায় কিস্তি অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে আর বাড়িতে আসেনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর ২৪ ডিসেম্বর বন্দর থানা একটি জিডি এন্ট্রি করি। যার নং- ১১১০।
দীর্ঘ প্রায় পাঁচ মাসেও আমার স্ত্রীর সন্ধান পাইনি।
পুলিশ এদিকে তাকে উদ্ধারের জন্য নানা তৎপরতা অব্যাহত রেখেছে। আমার ধারণা অজ্ঞাত এক পুরুষের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত হয় আমার স্ত্রী কাকলি অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। কিন্তু সে কোথায় আছে, কেমন আছে, জীবিত না, মৃত এ নিয়ে আমি আতঙ্কে উৎকণ্ঠায় জীবন যাপন করছি। এ ব্যাপারে প্রশাসনসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি।
.gif)

.gif)
0 Comments